ছোট শিশু আছে চেয়ে
বাবা আসবে চকোলেট নিয়ে
ঘুমায় না সে করছে হাঁসফাঁস
বাবা এসেছে হয়ে লাশ ,
চোখের জল গড়ায়
বেয়ে বেয়ে
ছোট শিশু আছে
বাবার পথ চেয়ে;
চোখের জলে বাড়ছে দিন
কেমনে শোধ করব ঋণ
করোনা যুদ্ধে দেশের জন্য
জীবনদান ইতিহাস হয়ে থাকবে অনন্য ,
কষ্ট বুকে বিদায় জানাই
শহীদ হয়েছে আমার ভাই ,
আকাশ ভারী বইছে ভারী হাওয়া
বীরের চলে যাওয়া এর চেয়ে
আর কি আছে বড় পাওয়া ;
বীরের প্রস্থান
আজকে তাদের জয়গান
সম্মুখ সমরে যোদ্ধা
মনের গভীর শ্রদ্ধা |
(করোনা যুদ্ধে ডাক্তারদের পরেই ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে পুলিশ, ইতোমধ্যে যেসব পুলিশ সদস্য মারা গেছেন তাদের উদ্দেশ্যে )