দেশের মানুষের হাতে দেশের ক্ষমতা
মাটির মানুষের মমতা
এই মাটির মায়া
রাখতে পারে নাই দাবায়া,
বিন্দু থেকে সিন্ধু
শতবর্ষে মহীরুহ
সকলের বংগবন্ধু
বিশ্বের বিশ্ব বন্ধু |
"স্বাধীনতাকে আমাদের ঘরে আনব
রক্ত যখন দিয়েছি আরো রক্ত দিব"
প্রজন্ম থেকে প্রজন্মে যুগ থেকে যুগে বহমান
বিন্দু থেকে সিন্ধু
শতবর্ষে মহীরুহ
বংগবন্ধু শেখ মজিবুর রহমান |
বুকের স্বপ্ন বাড়ে সাত কোটি বাঙ্গালী
স্বপ্ন এক সাথে হয় বড়,
যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ো,
বিন্দু থেকে সিন্ধু
শতবর্ষে মহীরুহ
সকলের বংগবন্ধু
বিশ্বের বিশ্ববন্ধু |