দুরে যাওয়া
করে বেপরোয়া
কষ্ট বুঝি পষ্ট ,
যেন কার জন্য
সব হয় শূন্য,
এ যে কষ্টের কাব্য ,
বেদনার বুঁদ
বুঁদ হয়ে থাকবো |
সব একান্ত ইচ্ছে
কেন কেড়ে নিচ্ছে
অচেনা ফুলের গন্ধে
বহে ভাল মন্দে,
পাখির ডাকে স্নিগ্ধ সন্ধ্যা
রং ভরিয়ে উড়ায়
সুবাস রজনীগন্ধা ;
ভিতরে পুলক
জাগে শিহরণ চিত্তে
এক ঝলক
পিছু ডাকে ফিরতে,
অচেনা এক পাখি
হৃদয়ের চেনা হয়ে
দেয় যে ফাঁকি ;
উড়ে যায়
তবুও তারে ডাকি |