বুকে জ্বলছে দাউ দাউ দাবানল
নেভাতে পারে না চোখের জল,
কেন বৃথা হয় সব আশা
এ যেন বিধ্বংসী ভালবাসা ।
ঘুমহীন জেগে থাকা কষ্টের রাত
গহীন অন্ধকার বুকে দেয় আঘাত,
তবুও মরে না এক বিন্দু আশা
শুধু পোড়ায় বিধ্বংসী ভালবাসা ।
নি:শ্বাসের মত প্রতিনিয়ত যারে খুঁজি
সবটুকু জুড়ে জ্বলে ছাই শুধু বুঝি,
যন্ত্রণার নীল দংশন তবুও বাঁচে আশা
পুড়ে খাঁটি বেঁচে থাক ভালবাসা।
সুপ্ত ব্যথাগুলো তিলে তিলে করে নি:শেষ
ভাবছ সুখের আবেশে আমি আছি বেশ,
বলতে পারিনা কাউকে শুধু বাড়ে আশা
পাথরের পরম পিপাসায় থাকুক ভালবাসা।