নিজেকে চেনা না যায়
ভালবাসার বুকে ঠাঁই
গভীর প্রেমের দ্বায়
সরে গেলে টের পায়,
যখন ভালবাসা থাকেনা নিজ আকারে
বেদনাই প্রেম বুঝিয়ে দেয় বারে বারে।

যন্ত্রণা কষ্ট করুণ
প্রেমিক সবুজ তরুণ
বিরহ এসে দ্বারে
বুঝিয়ে দেয় তারে
বিচ্ছেদই প্রেম বারে বারে।

শস্যদানার আবশ্যিক প্রয়োজন
বুঝিনা যখন তখন
বুঝি শুধু অনাহারে ,
বিরহটুকুই প্রেম বুঝিয়ে দেয় বারে বারে।

মিলনের পরম পুলক
বুঝি প্রেম এক ঝলক
পাথরের পিপাসার কাতরতা পারে
বিয়োগই প্রেম বুঝাতে বারে বারে।