বেঁচে থাকার দুর্বিষহ উপায়
সুখের সোনালিমা হারায় ;
কেন মন ভাল নেই
ভাবনাতে এই সেই |
সুখ পাখিরা ফিরে আসেনা
নীড় বাধার কল্পনায়
বুকের মধ্যে প্রবল চাপ
নিদারুণ যন্ত্রণায় ;
বুকের আপন ঘর
কেন সে বেদনার অনুচর ,
ভেসে আসা বিষাদের সুরে
বারে বারে নিয়ে যায় হাতে ধরে ;
বুক ভর্তি
বেদনার আর্তি
কোথা পাবো বিস্মরণ কারী
থামছেনা বুকফাটা আহাজারি ;
তীব্র মর্ম যন্ত্রণা
সবটুকু জুড়ে ছাই পুড়ে
আর পুড়ে বেঁচে থাকার
নি:শেষিত প্রণোদনা ;
দাও একটু যন্ত্রণাহর
খুঁজে পাইনা কোথাও,
ব্যথায় ভরে গেছে চারিধার
এ যে ব্যথার শহর |