শিকলে বেঁধে রাখা মন পাখি
কান্নায় কার জন্য এত ডাকাডাকি,
হাসি বলতে যদি কান্না বোঝাও
তবে কান্নাগুলো আমায় দিয়ে দাও।
মনের আশ্রয় হৃদয় জয় এটাই মুখ্য
হোক তা যতই প্রগাঢ় দু:খ,
সুখ বলতে যদি দু:খ বোঝাও
তবে দু:খগুলো আমায় দিয়ে দাও।
কষ্ট পুড়ে পুড়িয়ে বানায় খাঁটি
ঐশ্বর্যে ভরায় হৃদয় পরিপাটি,
ভালবাসা বলতে যদি কষ্ট বোঝাও
তবে কষ্ট গুলো আমায় দিয়ে দাও।
নীরবে নিভৃতে একলা সইবো
দু:খ যন্ত্রণা কষ্ট গুলো বইবো,
বুকে থাকে যে সে থাকে না ভাগ্যে
বাঁচিয়ে রাখব শুধুই দু:খের মহাকাব্যে।