তোমাকে ভালবাসলাম
এইটুকু করেছি অপরাধ
তোমাকে ভালবাসলাম
তাই এত এত অনুতাপ,
অনুশোচনার অংগারে পুড়ি
জ্বলি গোপনে হাহাকারে
আগুন জ্বলে আর নেভে
রাত দুপুরে বারেবারে ।
সুন্দর সুখ মায়াবী মুখ
ভেবে ভেবে অনিদ্র দহন
রাত শেষে বেদনার বাণে
নামে বিষণ্নতার প্লাবন।
সময়ের তোড়ে একদিন
সব ভেসে যাবে তবু,
এই অনুতাপ টুকু ফুরাবে
না যে কখনও কভু।
অপেক্ষার প্রহরে দাঁড়িয়ে
হাত বাড়িয়ে অনড়
আবার ছুঁড়ে দিবে
মাতাল আকর্ষণীয় আদর,
রোবট নই পিপাসা অথৈ
নই যে হৃদয়হীন যন্ত্র,
সাধের নারী ভুলতে কি পারি
তোমার মুগ্ধতার মন্ত্র।
অপার বেদনার অনিন্দ্য
আনন্দের মহা বোধ
অমোঘ পরিণতির ভালবাসা
হৃদয় দিয়েই শোধ।
উন্মাতাল আকর্ষণ খুব গোপন
এক পৃথিবীর সমান,
ঐশ্বর্যে ভরেছি যা কিছু সব
ভালবাসার অমূল্য দান।