শব্দে মালা গেঁথে
উড়িয়ে প্রেম চিঠি ,
তারার রুপালি আলো
জ্বলে মিটিমিটি ।
ভালবাসা মাখা শব্দে
আবেদন তুমুল,
কথামালার পরশে ফুটে
সুবাসিত ফুল ।
রক্তে বহে মাদকতা
মাতাল হয় সময় ,
শেকড় বাকল উপড়ে বুকে
টানে কাতর হৃদয় ।
উড়ছে ধোঁয়া বেপরোয়া
অশান্ত আবেগ,
কখনও বৃষ্টি হয়ে
ঝরেনি এই মেঘ ।
মোহে বশীভূত মায়াজাল
ভালবাসার কাঙ্গাল,
সময়ের কাছে প্রতিদিন
একটু করে বাড়ে ঋণ।