তোমার জন্য বেদনা গুলো
যত্ন করে রাখব ,
তুমি আমার যত্নে লেখা
বেদনার মহাকাব্য |

কষ্ট মাখা চিত্তে
একবার যদি ফিরতে ,
তোমার সব ইচ্ছে
শুধু নাড়া দিচ্ছে |

  হংসমিথুন একসঙ্গে
অন্তহীন মুক্ত বিহঙ্গে ,
মন উড়ছে নীল দিগন্তে
পাতা ঝরা হাওয়ায় বসন্তে ।
  
  উতলা হাওয়া বেপরোয়া
সব কেড়ে নিচ্ছে
খুব তাড়া দিচ্ছে
ঘুরছে মনের বায়না
দেখছে আপন আয়না |