বায়ুতে বিষ লেগেছে
সকলের চক্ষু চড়ক,
ও সাঁই ঘরে ঘরে
লেগেছে মড়ক।
আপনারে করো গোপন
একলা ঘরে ,
যদি না মানো দেখবে তবে
আজব নরক কেমনে ধরে ?
এমন বিষ আর
আসে নাই ভবে
বিষের ছোবল পেলে
ধকল বুঝবে তবে ,
এসেছে আজব নরক
ঘরে ঘরে লেগেছে মড়ক ,
বায়ুতে বিষ লেগেছে
সকলের চক্ষু চড়ক ।