কাঁটাবন থেকে মতিঝিলে
কাকে যেন খেয়েছে গিলে
শুনে সবার হাতিরঝিলে
চমকে গেছে পিলে,
একবার ভাবুন দেখি যদি
ক্ষুধায় খুঁজছে শিকারী,
গাড়ীর বদলে রাস্তায় বাঘ
মুখে লেগে আছে রক্তের দাগ |
শুনেই সবাই সজোরে
পালিয়ে যায় দৌড়ে
লুকিয়ে যে যার ঘরে
ভয়ে কাপে থর থরে;
সবাই কিন্তু হচ্ছে অবাক
বাইরে আছে সত্যি অদৃশ্য বাঘ
ভাবছ নিশ্চয় বলছি আবোলতাবোল
নাগাল পেলেই করোনার মরণ ছোবল ,
একবার শুধু ভাবুন
ঘরেতে লুকিয়ে থাকুন
ঘুরছে করোনা মৃত্যু পরোয়ানা
তাই বাইরে যেতে মানা ;
নিজের জন্য পরিবারের জন্য
সমাজের সকলের জন্য
বেশি কিছু নয় এটা অতি সামান্য
যার যার ঘরে থাকুন
সবাই কে নিরাপদ রাখুন |