কত কিছু চায় মন বলতে
একবার তারে ধরে ছুঁইতে,
এই সব তালাবদ্ধতা ঠেলে যেতে
উড়ে যেতাম তারে বুকে পেতে।
বাইরে বৃষ্টি ভেতরে তুমুল খরা
জলের ভেতর পিপাসায় ডুবে মরা,
ভাঙ্গতে ভাঙ্গতে আবার হয় গড়া
কষ্ট বিলাস তবু প্রেমে পড়া।
বাইরে বৃষ্টি ভেতরে তুমুল খরা
তোমাতেই বাঁচা তোমাতেই মরা,
এই শ্রাবণ ধারায় ভিজেছে যারা
তেষ্টা তাদেরও দেয় কেন নাড়াচাড়া।
পড়েছি প্রেমে যার মাঝে ডুবে মরা
গিয়েছি থেমে হৃদয়ভূমির এমন খরা
বাইরে জল কানায় কানায় পূর্ণ
বুকের অতল অচল আর শূন্য।