তোর বিরহ এখনি
ক্ষণে ক্ষণে দিচ্ছে নাড়া,
পাগল তোর জন্য
বাঁচব না আমি তুই ছাড়া ।
আকাশ বেয়ে দেখো
ঝরছে কষ্টের অসীম জলধারা,
তোর মুখ অনন্য
বাঁচব না আমি তুই ছাড়া ।
আওলা বাতাস বইছে
সবকিছু উলটপালট যেন ছন্নছাড়া
সব তোর জন্য
বাঁচব না আমি তুই ছাড়া ।
পাখি ওরে পাখি
তোরে দেখি তুই নয়নতারা,
তুই সদা অগ্রগন্য
বাঁচব না আমি তুই ছাড়া ।