১)


ফুল বাগানের সব ফুল ফোটে
ও যখন হাটে,
বুকের ভিতরের সুখ বের হয়ে ভাসে
ও যখন হাসে ।

বুকের মধ্যে পেরেক ঠুকলে
যেমন করে বিঁধে,
তেমন কষ্ট অনুভূতি
যখন ও কাঁদে ।


মায়া গুলো আদরগুলো
জমিয়ে রাখো
বাবার ভালবাসা
জীবনভর বুকে নিয়ে থাকো ,

হাতে ভরেছি জোনাক পোকা
তুলায় ভরিয়ে আঁতর
হাতের পিঠে গন্ধ শোঁকা,
ভাললাগা তার ভিতর,

আনন্দে নাচছ যেন ভাবছ
আলোর আছে গন্ধ !
জোনাক পোকার আলো
আর ফুলের সুগন্ধে,

এমন করেই ছড়াও
মানুষ হবার ছন্দে
আলো হও সব
কালো আর মন্দে ।

২)

সেহলা তায়িবাহ আশনা

পেরিয়ে জ্বরাজীর্ন বাঁধা ভয়
আসুক সদা সফল বিজয় ,
হাস্নাহেনা কাঁঠালচাঁপা বকুল
নামেই গন্ধ ছড়াক সব ফুল
আলোকিত হয়ে ছড়াও আলো
নামের মতই মনোরম অমায়িক ভালো ।

(আশনা  -  অর্থ সফল বা বিজয়ী নির্দিষ্ট করে-সংস্কৃত শব্দ
সেহলা - ফুল -আরবি শব্দ
তায়িবাহ- অমায়িক মনোরম আনন্দদায়ক -আরবি শব্দ )