তোমার জন্য
স্নেহ মায়া মাখা
হৃদপিণ্ডের অলিন্দ
হয়ে গেছে ফাঁকা ,
তিমির হৃদয়
বেদনার আশ্রয়
ছড়ায় না প্রভা,
মায়াজালে বোনা শৈশব
নি:শ্বাসের গাঢ় অনুভব
ফুরিয়ে গেছে বাবা ,
ছায়া মায়া মমতার
বুকে করাল থাবা,
আকাশের ওই পারে আকাশে
ঘুমিয়ে আছেন বাবা ,
অজস্র ভাবনা সারা জীবনের কান্না
পারিনা সইতে তোমায় হারিয়ে
শূন্য হৃদয়ে বেদনা পীড়িত অশ্রুবিন্দু
বইছে চির দু:খের সিন্ধু ,
বুঝি ঘুমিয়ে আছো বুকের পাশে
চোখ খুলে খুঁজি আশেপাশে
বাবা আমার ঘুমিয়ে আছে
আকাশের ওই পারের আকাশে ,
তুমি নেই তবু সদা মনের আশ্রয়
তুমি ভাবনায় তুমি কলপনায় সবসময়,
চোখ বুজলে আসে
চোখ খুললে ভাসে,
বাবা ঘুমিয়ে আছেন আকাশের ওই পারে আকাশে ।