ছায়া দিয়ে মায়া দিয়ে ঢেকে দেয় দু:খ
বাবা পৃথিবীর সর্বোত্তম এক বৃক্ষ ,
ফুল দিয়ে ফল দিয়ে বাড়ায় শোভা
জীবন জুড়ে মহীরুহ হয়ে ছড়ায় আভা |

বৃক্ষরাজি ফুল ফল জল
শাখা প্রশাখা পত্র বল
হয়ে ছড়াই তোমার আলো
আমি জ্বললেই  বাবা
তুমি অদৃশ্য হয়ে জ্বলো ;

প্রতি পদে হর্ষ বিষাদে
অবাধ্য মন যে কাঁদে
বাবার শূন্যতা মায়ায় টানে
অবচেতন মন বারে বারে প্রতিক্ষণ
বাবা তোমায় ডেকে আনে ;

বাবাহীন মায়ার মানে  
কেউ কি জানে ?
বাবা তুমি যে সদা আপন
সন্তানের জন্য সব বিসর্জন ;


দুই)


এখন বুঝি ছিলে অসমর্থ
তবুও মেটাতে সব বায়না
ঐশ্বরিক ভালবাসাটুকু নি:শর্ত
বাবা তুমি ছাড়া
ভালবাসাগুলো ভালবাসা যে হয়না ;

বাবা বিনে বিলাপ বাক্য
আমি তো নই তোমার যোগ্য
শোধ কি হয় কোন দিন
বাড়ছে ক্রমাগত বাবার ঋণ ;

সর্বোত্তম পৃথিবীর সব বাবা
এটা ধ্রুবক সত্য ,
মংগল  আশীর্বাদের প্রভা
হয়ে সদা আবর্ত |

স্মৃতি গুলো কষ্ট হয়ে কাঁদায়
ভালবাসাহীনতার অসুখে ধুঁকে ধুঁকে
সুখের স্বাতীরা বিদায়
রেখেছি বুকে বাবা তোমায় বুকে |