নকল রঙের মোড়কে ঢাকা
রঙ নয় সঙ ভিতরে ফাকা
রঙিন চশমায় দুনিয়া বেখেয়াল
জেনারেশন খোঁজে না আসল খুঁজে শুধুই ভার্চুয়াল ।
যা দেখো তা নয় দেখা
সোজাটা নয় সোজা আসলে তা বাঁকা,
যা ভাবছ তা নয় ভাবা
আন্তজালের পাতানো থাবা ,
দেখে নিয়ে একহাত অভিভাবকের মাথায় হাত
প্রেমিক প্রেমিকার মন বোঝেনা তফাৎ,
প্রতিদিন তৈরি করে ছদ্মবেশের দেয়াল
কোনটি আসল আর কোনটি ভার্চুয়াল ।
রঙিন চশমায় দুনিয়া বেখেয়াল
জেনারেশন খোঁজে না আসল খুঁজে শুধুই ভার্চুয়াল ।
প্রেমের ফাঁদে প্রেমিকের একান্ত আদর
গোপনে ধারণ হয়ে হয় ভাইরালের খবর ,
নিরাময়ের নাই ঔষুধ
জেনারেশন হয়ে আছে বুঁদ,
মাথায় কিলবিল সারাক্ষণ আন্তজালের পোকা
সাদাকালো কে ভাবছ রঙিন আসলে তা সঙ্গিন
হাতছানি ভার্চুয়াল দুনিয়ার ধোকা
হিসেব কষে ফেলেনা পা, ছি ছি তুমি এত বোকা ।
রঙিন চশমায় দুনিয়া বেখেয়াল
জেনারেশন খোঁজে না আসল খুঁজে শুধুই ভার্চুয়াল ।