সদা সর্ব দর্শন
করো সাধন
আশেক আপন ,
আশেক যে দেওয়ানা
শাঁইজি রাব্বানা ।।
অহর্নিশি গুরুর চরণদাসী
খুঁজি নিরাকার ,
গুরুর পাদপদ্মে
নিষ্ঠা লব্ধে
মন করো বিস্তার,
প্রেম-ধনের আশায় ,
বিষয়-মোহ বন্দী করো খাঁচায়
আশেক যে দেওয়ানা
শাঁইজি রাব্বানা ।।
সদা সর্ব দর্শন
করো সাধন
আশেক আপন ,
শুদ্ধ দেলে শূন্যে ভাসুক
আশেক হইল গুরুর মাশুক
আশেক যে দেওয়ানা
শাঁইজি রাব্বানা ।।