ভিতরের মানুষ কয়
যা কিছু তোমার আছে কিছুই তোমার নয়
সবি তাহার তিনি দয়াময়
অন্তর্যামী তার হুকুমে সবি হয় |
সাদা কালো রূপের অলংকার
জাত বেজাতের মিছে বাহার
বন্ধ চোখের অন্ধ বিভীষিকা
ক্ষণস্থায়ী মিথ্যে মরীচিকা ,
ভেতরের মানুষ কয়
কি তোমার পরিচয়
অজান মানুষ ছাড়া কে আছে আর
জানলে তারে নাগাল পাবে অসীম অপার |
আপনার স্বরূপ দেখো
আপন নয়নতারায়
অন্তরে ডাকো থাকো সদা প্রভুর
পরম করুণা-ধারায় ,
যা কিছু তোমার তা
কিছুই তোমার নয়
একটু খানি ঠাঁই তার ইশারায়
সবই তোমার আমার হয় |