গুরুর চরণ করে বরণ
খুঁজে ভবের তীর,
অথৈ জলে ডুব দিয়ে
আপন তরিকায় ফকির ।

গুরু তে নিষ্ঠারতি
গুরু তে মনস্থির,
গুরু তে ধ্যানচোখ
ধারণ করে ফকির ।

গুরু তে হুকুমজারি
সাথের সাথী তোলে জিকির
অকুলে দিয়ে পাড়ি,
আপন তরিকায় ফকির ।