গভীর রাতের অসহ্য সময়
কে যেন কথা কয়,
একলা একা সবটা সয়
তবুও বুকের ভিতরে ভয় ।
ধরতে তারে পারিনা
শুধুই বাড়ে মায়া ,
কে যেন পিছে
মিছে আলোর ছায়া ।
চোখে বিঁধে কাটা
পত্রবিহীন বৃক্ষ ছাটা,
দৃষ্টি প্রদীপ খুঁজে দীপশিখা
আসলে অস্পর্শ মরীচিকা ।
বাজে আমার আঙিনায়
ভীষণ আপন ধ্বনি,
অবুঝ মন দিচ্ছে সায়
নিদ্রাহীন কাটে রজনী ।