এত দূরে যেও না যেখান থেকে আর
উপায় নেই ফিরে আসার,
যতটুকু গেলে কেউ আর না ফিরে
যত দূরে গেলে বন্ধনের দড়ি যায় ছিঁড়ে ।
যেখান থেকে আসা যায়না কাছে
অসীমের ও শেষ আছে ,
জীবন ফিরে পাওয়া ভালো তে
জল বাতাস আলোতে ,
যখন আমার বৃক্ষ গুলো সবুজ
সেই রঙের ছোঁয়ায়
তোমায় ভরে দিতে
মন যে তখন অবুঝ ।
অন্ধকারে কেউ থাকেনা উৎসুক
আঁধারের ভাষা বোঝে সেই মুখ
কপালে ভাঁজ কিঞ্চিত বলিরেখা
তবু পথ চলছে আমার একলা একা ।
খুঁজে তোমায় শিশির কণা
খুঁজে তোমায় ভোরের কুয়াশা
অবুঝ মনের সুপ্ত বাসনা
আঁধারে ছিলাম আধারেই ফিরে আসা ।
এ যে এমন অভিধা
বলতে তেমন দ্বিধা
সে যে আমার ভীষণ গোপন
বুকের ভিতর পোষা মন ।
মুখেতে এঁটে কুলুপ
বুকেতে আসে যে স্বরূপ ,
নিকষ কালো আঁধার ছাড়া
যায় কি পাওয়া আপন ধ্রুবতারা ।