এসো প্রিয়
হয়ে আমার আগুনের দীপ
জ্বেলে দিও
আমার রাতের প্রদীপ ;
যদি বলতাম মেয়ে
ইন্দ্রিয়ের ভ্রম গুলো নিয়ে
যায়নি উচ্চতায় উড়িয়ে,
জানো তা অসত্য
জানো তা মিথ্যায় আবর্ত;
দ্বিধান্বিত এই সময়ের
পংকিলতায় ডুবে অধঃপতনের,
বড়ই অসময়
সম্পর্কের দরজা বন্ধ হয়|
সম্পর্ক কাটে
ধারালো ছুড়ি ,
ভালবাসা টুকু
অন্ত্যেষ্টিক্রিয়ার চিতায় পুড়ি ;
এসো প্রিয়
আপন আগুন হয়ে জ্বলো
এসো প্রিয়
পুড়তে দিও
আগুন হয়ে কথা বলো |
Inspired by the song - 'Light my fire'
Song writer-Robby Krieger & Jim Morrison