তার ইশারায় চলে দিকভ্রান্ত নাবিক
কখনো লৌকিক কখনো অলৌকিক
কখনো সদা দৃশ্যমান অলীক
ক্ষুদ্র বৃহত্তর একমাত্র মালিক ।
সামর্থ্যের ব্যাপকতায়
এত কত বিশালতায়
আকাশ সাগরের উপমায়
তবুও আমি অতি সামান্য
আমরা ভীত আজ আমরা বিপন্ন ,
নেমে গেছে মানব সভ্যতার সামর্থ্যের পারদ
অদৃশ্য অণুজীব গ্রাস করে হয়েছে বধ ,
আমরা ভীত আমরা বিপন্ন
খাবারের জন্য বাঁচার জন্য
সবুজ পৃথিবীর সবুজ আগামীকালের জন্য ,
সুনসান পথ ঘাটে
অসহ্য সময় না কাটে
শহর গঞ্জে বাজার হাটে
বাঁচার জন্য তবুও মানুষ খাটে ।
আমরা ভীত আমরা বিপন্ন
খাবারের জন্য বাঁচার জন্য
সবুজ পৃথিবীর সবুজ আগামীকালের জন্য ।