আমি বাস করি
তোমার ঠিক কোথায়?
নিশ্বাসে কল্পনা ভাবনাতে
জলের অনন্ত বেগের উচ্ছলতায় ।
তুমি আমার ঠিক কোথায়
গভীর গূঢ় বেদনায় ,
বাসনার সুগভীর টানে
শ্রাবণের জলের বানে?
বেদনার চোরা স্রোতে
বুকে বহো অবিরত
ফিনকি দিয়ে রক্তপাত
নিঃসঙ্গ হাওয়ার আর্তনাদ ;
অদ্ভুত আঁধারের লাবণ্য
ফুলের সুবাসটুকুর প্রাধান্য
আমি তোমার ঠিক কোথায়
বুকের মৌনতায় দুঃখ বিষণ্ণতায় ?