সবকিছু ঠিকঠাক তবুও হয়না
আমার কোন কাজ,
বিনা মেঘে পরছে কেন
এমন অসহ্য  বাজ,

আমি তোমার কেউ  নই
তুমি আমার কেউ নও,
শুধু আমার একটু
আপন দু:খ হও ,

নিজেকে নিয়ে নিজে তুমি
বানাও তোমার সবুজভুমি
নিজেকে নিয়েই থাকো
কেন ব্যথার ছবি আঁকো ;