ভুলে  যেও আমায়
তোমাকে জানাই বিদায়
আমায় ছেড়ে বাঁচতে হবে ,
করি ভবিষ্যৎ মন্তব্য
তোমার পথ তোমার গন্তব্য
সব তোমার রবে
আমাকে ছেড়ে তোমার
একা বাঁচতে হবে ।

সব আশীর্বাদ তোমার জন্য সেই আরাধনা
খ্যাতি যশ সব তোমার জন্য এই প্রার্থনা ।
শুধু তোমাকে বাঁচতে হবে আমাকে ছেড়ে
নিয়তি আমাকে নিয়ে যাবে কেঁড়ে ।

তুমি তোমার তীরভূমি
করবে  নিজের ভারবহন ,
তুমি তোমার অবলম্বন
তুমি আগামীকালের সুর সংগীত
জীবনের নিয়মের এই হারজিত
নিজের উপর বিশ্বাসেই সার্থকতা
তুমি হবে আগামীকালের রূপকথা  ।
আত্মবিশ্বাসে হও অনড়
নিজেই হবে নিজের ঈশ্বর ,


আমি সন্ধ্যার হাওয়া
ফুরিয়ে যায় রাত
এভাবেই চলে যাওয়া
তুমি নতুন প্রভাত ।

যেথা বসন্তের ফুল ফোটে
যেথা বিশ্বাসের ঘর উঠে
সেথা আমায় পাবে খুঁজে
কথা দিলাম চোখ বুঁজে ,

এভাবেই চলে যাবার পর হবে দেখা
সবসময় তোমার পাশেই থাকা
আমাকে যেও ভুলে
দাও বিদায় যাব চলে ,

তোমাকে বাঁচতে হবে
আমায় ছেড়ে
অপ্রিয় সত্যগুলো
সব নেয় কেঁড়ে ।

Inspired by Sanjay Masoom