সামাজিক প্রতিষ্ঠা থেকে সরে যাব
ধরতে পারি  বাজি ,
তোমার জন্য অনায়াসে
নিঃস্ব হতে রাজি ।


অর্থ কড়ি ছুঁড়ে ফেলে
দেউলিয়া হয়ে করব আহাজারি
প্রতিপত্তি যশ এক তুরিতে
ছুঁড়ে ফেলে দিতে পারি ।

তোমার জন্য হবো অনন্য
স্বপ্ন সুখের ঘুড়ি এক সাথে উড়ি
অনায়াসে বলতে পারি
তোমার জন্য নিঃস্ব হতে রাজি ।

হাত ধরে থাকো যদি
পাড়ি দিবো উত্তাল নদী
হয়ে তোমার জীবন মাঝি
নিঃস্ব হতে রাজি ।

বিরান ভূমি তোমার জন্য
হয়েছে  সবুজ অরন্য ,
মানতে পারি ভাগ্যের কারসাজি
তোমার জন্য আমি নি:স্ব হতে রাজি ।