কেন এভাবে বলো
দূরে সরে যেতে,
ভাসিয়ে নিয়ে চলো
আমায় তোমার স্রোতে।
কেন এত দিয়েছ ঠাঁই
নেই যে আর উপায়,
তুমি আশ্রয় খড়কুটো
আমি সেই হাতের মুঠো।
কেন যাবে ফুরিয়ে
মায়াগুলো উড়িয়ে ,
ছটফট দম বন্ধ
কেন আমায় করলে অন্ধ??
বুঝি না ভাল কি মন্দ
কেন আমায় করলে অন্ধ,
শুধু বুঝি তুমি সর্ব সুখ
কিছুই দেখে না তুমি ছাড়া দুচোখ ।