মাথার উপর শীতল ছায়া
গায়ের গন্ধের ব্যাকুল মায়া
আরেকটিবার দেখলেনা
আরেকটিবার ডাকলেনা ;
চোখ দুটি ফেললে বুজে
আমায় ছেড়ে গেলে
আড়ি দিলে চিরতরে
কোথায় পাবো খুঁজে ?
কেউ আর ঘুম ভাংগাবেনা
পিঠে হাত বুলিয়ে,
আমায় নিয়ে গর্ব করবেনা
আর বুক ফুলিয়ে ;
অটুট বন্ধন ভালবাসা মমতা
হারিয়ে গেল সব
বাবা সন্তানের শাশ্বত স্বর্গীয়
রক্তের এমন অনুভব ;
বুক ভর্তি মায়া দিয়ে
কেন দিলে ফাঁকি
জলে ভিজে আঁখি
আজো প্রতীক্ষায় থাকি |
ছিলে মনের আয়না
রাজ্যের সব বায়না
না চাইতে বুঝতে
সাধ্যের বাইরে খুঁজতে;
একটুখানি আমার তুষ্টি
মাথার উপর এমন ছাতা
সদা রোদ বৃষ্টি
বাবার মত কেউ নেই এত মিষ্টি;
নিলাম শুধু যদি পারতাম
একটু দিতে পরম সেবা ,
তুমি ছাড়া এমন আপন
আর আছে কে'বা ;
সকাল দুপুর সন্ধ্যা
আগের মত কিছুই নেই,
হারিয়ে গেছে জীবন চলার খেই
মিষ্টি বাবা আর বেঁচে নেই;
যেন আর আসেনি কখনো
বুকের উপর এমন অসহ্য
নির্মম নির্দয় কষ্টের থাবা
আহা বাবা আমার মিষ্টি বাবা |
বুকের ভেতর ঘুমিয়ে আছো সদা
তোমার দোয়া মংগল আশীর্বাদ
ধমনীতে সারাক্ষণ ছড়ায় আভা
আহা আমার প্রিয় মিষ্টি বাবা |