রাতের হাওয়া হয়ে এসেছিল
আমার প্রেমগুলো যেন গোধুলির ধুলো,
আমার প্রেমগুলো সুতোয় বাধা কারুকাজ বুননের সূচ
আমার প্রেমগুলো বুকের আষ্ঠে পৃষ্ঠে থাকা বহুভূজ ।
আমার প্রেমগুলো কল্পনার জলে স্থলে অন্তরীক্ষে
আমার প্রেমগুলো ফুলে ফলে মহীরুহ বৃক্ষে ,
আমার প্রেমগুলো আনন্দধারায় ছুঁড়ে দেওয়া জল
আমার প্রেমগুলো জলের ভেতরেও জ্বলে অনল ।
আমার প্রেমগুলো সেই মিহি চোখের ঝিলিক
মেঘের গর্জনে অকস্মাৎ চমকালো ,
আমার প্রেমগুলো বিকশিত ফুলের নিত্য দিনের আলো ।
আমার প্রেমগুলো উত্তাল ঢেউয়ের মত বাঁকে বাঁকে
আমার প্রেমগুলো বুকের পাঁজরে লুকিয়ে থাকে ।
আমার প্রেমগুলো স্নায়ুতে বাস করা নীলপদ্ম
আমার প্রেমগুলো টকটকে লাল গোলাপ ফুটেছে যেন সদ্য ।