কখন আসবে আমার বাবা 
তখন আকাশে রঙিন আভা,
আগ্রহ অধীর পথ পানে চেয়ে
আমার খুকি বুকের মিষ্টি মেয়ে।

বাবার গায়ের গন্ধ
কৌটায় রেখো ভরে
একটু করে সুবাস নেবে 
যখন বাবা থাকবে দূরে ।

মাকে বলে চোখ মুছে
চোখের জলে কি ব্যথা ঘুচে 
চাইনা আমার হীরে মুক্তা পান্না
না এলে বাবা থামবেনা কান্না।

নয় বছরের ছোট জীবন 
কেমনে এতো ভালবাসা ধারণ
ঐ একটু বুকে মায়া বড় হয়
চোখে মুখে আত্মার অনন্ত সুখে ,

মাগো তুই অনন্য
দেখ তোর জন্য
এত দূরে এমন
 করে মন উড়ে ,

বাবার চোখ ভরেছে জল
তোর জন্য ভালবাসা অতল,
মায়াগুলো আদরে নামছে বেয়ে
দেখো হাসছে আমার মিষ্টি মেয়ে।


(আমার মেয়ে তায়িবাহর জন্য এই কবিতা উৎসর্গীকৃত।পেশাগত কারণে আমাকে পরিবার থেকে দূরে থাকতে হয়, গত বিশ দিনের মধ্যে ছুটি নেওয়া হয় নাই , যে জন্যে ওদের কাছে যাওয়া হয় নাই, ছোট বেলায় আমার বাবাকে কয়েকদিন না পেলে হাঁপিয়ে উঠতাম । সারাক্ষণ রাস্তার দিকে তাকিয়ে থাকতাম এই বুঝি আব্বা এলো! বহু বছর পরে আমার কন্যা তায়িবাহ এর মধ্যে সেই বিরল অনুভূতি আমাকে গভীর ভাবে আবেগ আপ্লুত করেছে যখন রাত ১২ টায় আমার স্ত্রী ফোন করে জানায় যে আমার মেয়ে আমার জন্য কাঁদছে, আমি কেন ঢাকা যাই নাই । মাগো তোমার ভালবাসা অবিচল বেঁচে থাকুক )