তবুও পারেনা পড়তে
ভালবাসা তারে বলতে
আমি তো নই
অজানা কোন বই ।

চিৎকার করে বলা
আমার দরজা খোলা
আমি তো নই দরজা বন্ধ ঘর
তবুও তুমি প্রেম নও যাযাবর ।

আমি তো কাঁচের মতই পুরু
যা শেষ তাই  দিয়ে শুরু ,
কাঁচের মতই স্ফটিক
বাইরে যতটুকু ভিতরে ততটুকু সঠিক  ।

আমি তো বিশাল একটা আকাশ
চেয়ে চেয়ে থাকি
উড়বে আমার পাখি
বাতাসে ছড়িয়ে সুবাস ।

বুঝি না কোন অপরাধ
তোমার জন্য বদ্ধ উন্মাদ
তোমার জন্য আকাশ ছুঁয়েছে বিষাদ
তোমার জন্য রাত জাগে রূপালী চাঁদ ।