রোদ পোড়া কোন দুপুরে
বাহুতে ইন্দ্রজালিক ঘোরে
একলা একা বিষণ্ণতার স্রোতে
মায়াবী জোছনা ভরা রাতে ;
চোখের জলে হৃদয় অতলে
আমায় ভেবে বুক ফেটে কাঁদবে
আমাকে মনে রাখবে ?
তোমার জানালায় দখিনা হাওয়ায়
ফুলের সুবাস উড়ে যায়
মেঘের সাথে রোদ লুকোচুরি খেলে
ব্যাকুল আনচান অশান্ত বিকেলে ;
আমায় কি মনে থাকবে ?
চোখের জলে হৃদয় অতলে
আমায় ভেবে বুক ফেটে কাঁদবে ?
ঝি ঝি ডাকা রাতে
জোনাকিরা জ্বলে
হাতে রেখে হাত
রংধনুর সাত রঙে
আলো আঁধারে
অন্তর থেকে অন্তরে
পড়বে কি মনে?
চোখের জলে হৃদয় অতলে
আমায় ভেবে বুক ফেটে কাঁদবে ?