আমায় কতটুকু পড়তে পারো স্পষ্ট
রাত গভীরে কেন বাড়ছে শুধু কষ্ট,
দাগ নাই ক্ষত নাই তবু ভীষণ চোট
একটু পাবার বাসনায় শুকনো ঠোঁট।
হোক যতই গভীর অতীব
অনুভূতি আর অনুজীব,
যায় কী দেখা খালি চোখে
শুধু ভোগায় তা ধুঁকে ধুঁকে।
ভুল মানুষ ভুল সময়
তবুও বেড়ে ওঠে হৃদয়,
পড়তে পারি তোমার সব
কতটা আগাছা আর অনুভব।
সত্যি সত্যি চলে যাবো দূরে
সব কষ্ট যেন যায় সরে,
চোখের আড়ালে তবু থাকবে প্রিয়তমা
স্নিগ্ধতা টুকু রেখে করো আমায় ক্ষমা।