গোল্লায় যাক সব কাজ
ভাবনা সব অনুভব আজ,
শুধু তোমায় মনে পরছে
প্রেম আমায় ভীষণ ধরছে ।
সম্পর্কের নাই ব্যাকরণ
নাই ধরন আজব রসায়ন,
স্নায়ুর চাপে কাঁপে মন
শোনে না বারণ ব্যাকুল ক্ষণ।
যত খুঁজি কারন আর কার্য
তত করি ধারণ অনিবার্য ,
মেঘ করেছে বৃষ্টি ধার্য
তাই তো সদা বুকে গর্জো।
বাসনার মেঘ উড়ছে
খাঁ খাঁ বুক পুড়ছে
ভালবাসার বৃষ্টি ঝরছে
তোমাকে মনে পরছে।