মন শুধু জানে কোন গভীর টানে
বাড়ছে রক্তচাপ,
থাকত যদি মন অবধি মাত্রা তবে
করো পরিমাপ ।

মেলো আঁখি পরান পাখি বলতে
কেন বারণ,
একলা একা করছো ধারণ কোন
অজানা কারণ।


নিঃসঙ্গ পাখি একলা একা
আকাশে উড়ছে,
কষ্ট বুকে দূরে থাকা
আগুনে পুড়ছে ।

মন পাখির সর্বনাশ ভারী আকাশ
প্রখর খরতাপ,
মন পাখির আজকে তাই ভীষণ
মন খারাপ ।