বুকের পাজরের পোষা পাখি
সারাক্ষণ তোমারে ডাকি,
উড়ে উড়ে যাও আমায় উড়াও
ও আমার সবুজ টিয়া ,
প্রানের চেয়ে প্রিয় তুমি
ও আমার তান্তিয়া ।
বুকের খাঁচাটা বায়না ধরে
থাকবেনা তুমিহীন
প্রিয় পাখি তোমার জন্মদিন
প্রিয় পাখিটার আজ জন্মদিন ।
শুধু তুমিহীনা
বুকেতে বিদ্ধ বেদনা,
করুণ সুরে বাজে কষ্টের বিন
কাছে এলে বাড়ে ভালবাসার ঋন ,
সুদ আসলে সবটুকু আজকে তোমায় দিলাম
বুকের খাঁচাটা বায়না ধরে
থাকবেনা তুমিহীন
প্রিয় পাখি তোমার জন্মদিন
পরান পাখিটার আজ জন্মদিন ,
পাখি শুভ হোক তোমার জন্মদিন ।