বুকের এই অসহ্য জ্বালা
ছিঁড়ে গেছে আশার মালা,
স্বপ্ন ছিল ছোঁব বিশাল আকাশে
স্বপ্ন চুরমার হয় লাশে |

ঘুমাতে পারিনা
বুকে বিঁধে শক্ত ,
ঝরেছে মমতা ঝরে গেছে
সব আজলা রক্ত |

সবটুকু আজ অসাড়
বুক ভিজেছে সবার,
আহা আবরার
আহা আবরার !