ভোরের আলোয় দেখবে
কোথাও আর কিছু নেই,
এ আঁধার কেটে যাবে
হারাবোনা আমরা খেই;
আলোর ভুবনে জাগবে প্রাণ
আবার মুখরিত সব হবেই
আজকের বীরেদের জয়গান
ইতিহাসের পাতা হয়ে রবেই ,
হার না মানা বায়ান্ন আর একাত্তর
ছিল দেশপ্রেম আর ছিল মনের জোর ,
আমরাই সেদিন লড়েছি লাল সবুজের
এই বাংলাদেশ বুকে তে গড়েছি |
তেমন করে আমরা সবাই
আবার একসাথে
করোনা যুদ্ধে দেশপ্রেমিকের মত
লড়ব একহাতে ;
এই আঁধার কালে আমরা
আর কেউ করবনা বহন
করোনার ছোবল আর
শরীর মনের অসহ্য দহন ;
আমরা নিজ ঘরে হব বন্দী
নিজেকে নিজে সরিয়ে ফেললে
করোনা আসার থাকবে না
আর একটু কোন ফন্দী |