আমার শব্দেরা জ্বলে
তোমার আবেগময় উচ্চারণে
বাক্যেরা কথা বলে
বাচনভঙ্গির আপ্লুত ব্যঞ্জনে ;
কথা বলার বিন্দু বিন্দু
নি:শ্বাসের ঘোর জড়ানো শব্দ ,
মুহূর্ত গুলো থামিয়ে বানায় ভোর
যেন সাজানো সব স্তব্ধ ;
তোমার চন্দ্রবিন্দু গুলো
নাসিকার আলতো স্পর্শে
হৃদয়ের আপন শব্দ হয়ে উঠে
নান্দনিক আদর্শে,
বর্ণ গুলো শব্দ হয়ে বাক্য হয়
বাক্য গুলো লেখা হয়
লেখাগুলো তুমি হয়ে উঠে
তোমার সূর্য রাঙ্গা ঠোঁটে |
বচনে ভঙ্গী তে সুর সংগীতে
প্রমিত উচ্চারণে ,
এভাবে হয়ে অচেতন
ডুবে থাকি তোমার শিল্প সাধনে |