বাতাসের বুকে
যেন অনন্ত সুখে
সময় হাতে ধরে
হৃদয় সাথে করে
অবারিত প্রেম ভূমি
আবেশে তুমি শুধু তুমি ।
নিশ্বাস গাঢ়,
কাছে টানে আরো
সবুজে ভরে গেল দগদগে মরুভূমি
শরীরে গভীরে আবেশে শুধু তুমি।
হাওয়া খড়কুটো
ছোঁয়া দুমুঠো
অবেলায় বইছে প্রেমের মৌসুমী
শরীরে গভীরে আবেশে শুধু তুমি।