আহা সুন্দরী
নস্যি হুর পরী
পলকে নিবিড় টান
ঝলকে হারায় জ্ঞান |
এই যে মেয়ে
একবার দেখো চেয়ে
একটু তাকাও যদি
হব বিবাগী অন্ধ অনুগামী |
দুজনে একই সুরে
কথামালা গাঁথব হাত ধরে
বসন্ত হাওয়ায় ভরেছে মায়াবন
আবেগী ভ্রমরের ব্যাকুল গুঞ্জন |
এই মায়াবী হাওয়ায়
মাতাল ঘ্রাণ পাওয়া যায়
ভুলেছি বিষাদ সংশয়
এই মনে শুধু তুমিময় |
সময়ের কোলাহল কাটছে ধীরে
চোখভরে একবার চাও ফিরে
আমার জন্য যদি বানাও একটা কুঁড়েঘর
তোমার হয়ে থাকব তাতে আজীবন অনুচর |