বইছে ফাগুন হাওয়া
উড়ছে বিহঙ্গ বেপরোয়া,
ফুটেছে প্রেমের ফুল
প্রজাপতি মন ব্যাকুল ।
আবেগের নদীতে উঠেছে
মমতার ঢেউ
চুপিচুপি ভালবাসা বিনিময়
জানবে না কেউ ।
হৃদয় আকাশে জ্বলেছে
আজ নিবিড় সুখতারা
কোমল মেঘগুলো ভাসে
চাঁদের আলোয় দিশেহারা ।
ধিকিধিকি যৌবন জ্বলে
উত্তাল অন্তরে
ঝিকিমিকি আশার জোনাকেরা
উড়ে আমার ঘরে ।