জীবনটা অনেক এলোমেলো
ঠিক যেন আকাশের মত,
কখনো সূর্য্যের আলোতে হয় আলোকিত,
কখনো মেঘাচ্ছন্ন।
আবার কখনো হিম ছায়ায় শীতলতা,
কখনো বা চাঁদ তাঁরা মিটি মিটি অালো
ভাবতে অবাক লাগে-
কি যেন নেই,কি যেন অাছে
তেমনই মনের ভালোবাসার রং,
কখনো সুখ, কখনো দুঃখ
কখনো ভালো, আবার মন্দ
কখনো ছন্দ,আবার কখনো দন্দ,
বিশ্বাসের অবিশ্বাসের লুকোচুরি খেলা,
পরিশেষে না হয় যেন কলঙ্কিত
সত্য আর মিথ্যের মাঝে চলে অসম প্রশ্ন।