এক দু:খ, দুই দু:খ, তিন দু:খরে
দু:খের খেলা সুখের খেলা
বন্ধুয়া নিব দুজনে।
দু:খের সাগরে আজ
হয়না কেন সুখের মাতোয়ারা।
তুমি বন্ধুয়া থাকলে পাশে
হতাম আমি আত্নহারা।
দু:খ বীনা সুখের পায়রা
উড়াইবো আমি
মন মন্দিরে বানাইতাম
নীলিমার নীলা ভূমি।
কি সুখে আছ বন্ধুয়া
মন যে আজ তোমারি সনে
বাধিবো তোমায়
আমারই মনেরো মনে।
তোমার সুখের ভ্রমর হ য়ে
আকাশ প্রানে উড়িতাম
সুখেরই সুখের মনটা নিয়ে
রাঙা মেলায় ঘুড়িতাম।