তুমি পৃথিবীতে আছো জেনে বেঁচে থাকতে ভাল লাগে
ব্রম্মপুত্রের পাড় ঘেষে পদচ্ছাপ মুছে গেছে কালের নিয়মে
আলাউদ্দিন স্যারের কাছে ফিজিক্স পড়তে গিয়ে
এখনও দেখা হয় কিনা পুরনো কোন সহপাঠী যুগলের
সে তথ্য দিতে পারে না পরিসংখ্যান ব্যুরো
পৃথিবীর তাবত ইতিহাসে তার কোন সাক্ষ্য নেই জলের নিয়মে।
পরম আরাধ্য না হলে তার জন্য কল্পনা হয় না--
আম পড়ার শব্দের মত যার প্রেম নিবেদন হুল্লোর নিয়ে না আসে
বা হাত দিয়ে যাকে করুণা করা যায় অনায়াসে
তাকে ভালোবাসার দায় নিয়ে জন্মায়নি পৃথিবীর কোন 'কেউ'।
কবিতাগ্রন্থ ছিল তো কাছেই,ছিল অশ্রুসমগ্রও তোমার ড্রয়ারে
তবু অভিমানে যে চলে গেছে পিছুডাক শুনার অযুত আকাঙ্খা চেপে
শুনতে হয়েছে তাকেই বসন্তে কেন মুগ্ধ কোকিল কড়া নাড়েনি অন্তঃপুরে!
শীতের কোকিলের ইতিহাস চিরদিন শুধু পৃষ্ঠাবর্জিত।
(না পাওয়ার আয়ত্তের ভেতর সকলই আরাধ্য...
অপ্রাপ্তির সুবর্ণকাচে সকলই রক্তফুল....)
এক যুগ তোমার কণ্ঠস্বর শুনিনা
আমাদের হয়তো দেখা হবে না আর......
হয়তো তোমার উদ্ভাবনে সবুজ ক্ষেতে আসবে নতুন শস্য...
ভাতের প্লেটে চামেলি গন্ধ পাবে পুরনো শিশু...
..
তুমি আজও পৃথিবীতে আছো
এই সত্য জেনে আমার বেঁচে থাকতে ভাল লাগে।
(কাব্যগ্রন্থঃকারাবন্দী আর্তনাদ)