তোমার ডাকনাম শিখেছি মাতৃস্তনে প্রথম মুখ রেখে,
ডেকেছি তোমায় পূর্ণ সংখ্যার স্বভাবগত সকল নামে।
করলা ফুলে শীত ফেলেছিল নিঃশব্দ জল,
শস্যের সবুজ গন্ধে দেখেছিলাম লবণ সেতু,বাঁচার বদ্বীপ।
নাম ধরে হেঁটে যাই স্লিপারের মত বুক রেখে মুখোমুখি।
ডাকনাম শোনা প্রতিটি স্টেশনে রেখেছি তোমার নামে আমার ব্যক্তিগত ঘর।
(কাব্যগ্রন্থঃকারাবন্দী আর্তনাদ)