তুমি চোখ মেলে তাকালে পৃথিবীর ঘুম ভাঙে
সাতটি আকাশ বিস্ময়ে খেলা করে মাথার উপর
সাতটি সাগর নীড় খুঁজে পায়।
তুমি চোখ বন্ধ করতেই পৃথিবী তার আহ্নিক গতি ভুলে যায়
ক্রমাগত রাত্রি আসে ধরণীর তীরে
বৈজ্ঞানিক সব তথ্য ভুল প্রমাণিত হয়
বাতাবী লেবুর বনে আর পাখিরা আসেনা।
আমি তাই পৃথিবীর চোখে তোমাকে দেখি
তোমার চোখে তাকিয়ে  পৃথিবীকে খুঁজে পাই।

(দুর্ভিক্ষের কাক:একুশে বইমেলায় প্রকাশিত)



............।



আর যদি না ভালবাসো
মন বাড়িয়ে মনে আসো
তবু আমার ভালবাসা
তোমার প্রেমে খুঁজে আশা।

কেউ পারেনি তোমার মত
বুঝতে আমার চাপা ক্ষত
কেউ দেখেনি চূর্ণ বুকে
জেগে ছিল কত তৃষা।

এই হৃদয়ের মাঝে তুমি
গড়েছ যে তীর্থ ভূমি
তোমার সুরে সুর মিলয়ে
মুগ্ধ আমার গান পিপাসা।

(গীতি কবিতা)
10:40 am
22/1/15



ভুল কবি

ভুল পেয়ালায় দিয়েছি চুমুক ভুল সন্ধ্যায়
ভুল মানবীর ভালবাসায় করেছি উজাড় প্রেমের আধার
তাই অপ্রেম আজ সাথী আমার।

ভুল হাতে দিয়েছি গোলাপ
ভুল চোখে খুজেছি আবাস
ভুল রাতে সাঁতরেছি কান্না পাথার।

ভুল প্রেমে দিয়েছি নাম বনলতা সেন
ভুল বেঁচে ছিলাম ভুলের তরঙ্গে শুধুই
ভুল করে ডেকেছিলে "কবি" আমায়।

আজ তুমি পেয়েছ খুজে সত্য তোমার
ভুল নিয়ে পড়ে আছি মিথ্যে আমি
বিপুল পৃথিবীতে একার গ্রহে।

রাত 11:53
21/01/15



রেলিং এর ধারেতে দেখেছি যে তোমাকে
লালটিপে দাঁড়িয়ে জোড়াদীঘি চোখেতে
ডেকেছি তো ইশারায় শিস দিয়ে পাহাড়ায়
বৃষ্টি হয়ে এসো মরুবুক সাহারায়
আমি থাকি মালিবাগ তুমি থাকো পরীবাগ
আমি চাই হাতে হাত তুমি কেন করো রাগ।

মালিবাগে মালি নাই পরীবাগে পরী নাই
আমি মালি তুমি পরী প্রেম এক দেখাতেই
তারপর খালি পায়ে হাটাহাটি বৈশাখ।

(মালিবাগে মালি নাই পরীবাগে পরী নাই
আমি মালি তুমি পরী চোখে চোখ চাওয়াতেই/
প্রেম এক দেখাতেই)

আমি তোমারও লাগিয়া হইব আবার....নীলাম্বরী

শাহবাগে যাই মোরা মাঝে মাঝে ঘুরতে
ফুসকার টক স্বাদে প্রেম জ্বালা চুরতে
একদিন দুই দিন সারাদিন ঘুরপাক।

8:08 pm
19/9/14
আজিজ হল।209



তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই
অভিযোগ আছে সেই শুয়োরের বাচ্চার প্রতি
যে তোমাকে ভুলতে দেয় না
যে আমার হৃদয়ে ঢালে প্রেম
আমাকে ঝড়ের মুখে ফেলে পায় সুখ।
তুমি ভালবেসো আর কাউকে
কোন বাধা নেই তাতে
তোমারও আছে তো ভালবাসার অধিকার
যাকে তুমি চাও কর আলিঙ্গণ
আমি অভিশাপ দেই সেই হারামজাদাকে
যে তোমাকে আমার চোখে সুন্দর করে
তুমি ছাড়া আমার গন্তব্য নেই এ তথ্য আমার রক্তে পৌঁছায়
আমাকে অসহায় করে তুমিহীন একাকী প্রহরে।
আমি  ধিক্কার দেই সেই বর্বরকে
আমি দুপায়ে দলিত করি সেই পাষন্ডের বুক
যে আমার সকল চেষ্টা ব্যর্থ করে
আমাকে বিক্ষেপিত করে তোমার বিস্মরণ থেকে
আমাকে ক্ষয়িষ্ণু করে,বেঁচে থাকা করে তুলে দুঃসহ যন্ত্রনার।


আমি থুতু ছিটাই সেই অমানবিকের মুখে
যে বিশ্বাসী আমাকে অবিশ্বাসী করে তীব্র ক্রোধে
যে আমাকে খড়ি বানায় জাহান্নামের।



01:28 pm
03/8/14



এক পলকের দেখা দিয়ে
কোথায় চলে গেলে গো
মনে তোমার হাসি খানি
বাধা পড়ে আছে গো।

তোমায় পেলে স্বর্গ পাব
না পাওয়াতে নিঃস্ব হব
তুমি আমার অন্ধরাতে
দিশাহীনের তারা গো।

কেউ জানেনা আমি জানি
কোন কথাতে অভিমানী
তোমার সকল ভালবাসা
চেয়েছিলাম অতিথি গো।

8/1/15



যদি কবিতার মত তুমি সত্যি হতে
তবে লাল পাথরের নাম তুমি না হয়ে আর কিছুই হত
তবে.... আর কিছুই হত
যদি ঠোটের নিচের তিলেই কাব্য হত তবে
মনের অতল খবর কি আর নিত
তবে....... কে আর নিত

নুনের পাখিরা পেয়েছে কি নতুন আকাশ
সুপ্ত মনে ছিল গাঁথা তন্দ্রা বিলাস
কেউ কি তোমাকে পায় চিরতরে
চিরকাল পেলে বুঝি ভালোই হত


কবিও তো হতে পারে মিথ্যেবাদী
জলে ভেজা চোখেই কখনও হয়ে যায় জাহাজডুবি

রূপসার ঘোলাজলে যাও কি আজও
জোড়াদীঘি কালো চোখে একা সাজো
বাঁকা টিপ সোজা করে কে দেয় এখন
তার সে হাত যদি আমার হত

১৯/০৫/২৩



সৌমিতা
তোমাকে নিয়েই গড়ে উঠুক আমার
একান্ত অনন্ত দ্বীপ

তোমার চায়ের কাপের চুমুকে
আমিও আছি
ছিলাম গোপনের অন্তরীপ
সৌমিতা তোমাকে ঘিরেই ছুটছি আমি
জড়িয়ে মৌনপ্রদীপ

তোমার চোখের কোণের ইশারায়
অবহেলা
হলাম মনে গাঁথা সুমন্ত ছিপ
সৌমিতা নিজেকে ভেঙে হবই আমি
তোমারই সুকান্ত টিপ

২৩/০৫/২৩



ডুয়েট গান

আমার গানে ও কবিতায় কখন যে তুমি হয়ে গেছো
তবে কেন আর আপনির এই মিছে লুকোচুরি
তবু লাগে  ভয় তুমিতে,এই গোপনে,,,,,
যদি প্রেম হয়ে যায় যদি প্রেম হয়ে যায়,,,,

আমি সাগরের কাছে আর যাব না
পেয়েছি তোমার যে মোহনা
তুমি কেন এত বাড়িয়ে বলছো
কবিতার স্বাদে কী সব ডুবে যায়
যদি প্রেম হয়ে যায় যদি প্রেম হয়ে যায়,,,,


আমি আর কারও চোখে তাকাবনা
বনলতা নীড় তুমি জানোনা
তুমি কেন এত পরে এলে জীবনে
কাঁটাতার কী আর গানে ভেঙে যায়
যদি প্রেম হয়ে যায় যদি প্রেম হয়ে যায়,,,,


২৪/০৫/২৩
৯.৩০ মিনিট



ছুটন্ত শহরে
নিরন্তর মানুষের ভীড়ে
আমি দুরন্ত,,,,,,
খুঁজেছি নিঃশব্দের পৃষ্ঠা ছিড়ে তোমাকে
তুমি একজন ছিলে
অনেকের ভীড়ে হারিয়েছো

খসে গেছে পলেস্তারা দেয়ালের
আমি তুমি মৌনতা খেয়ালের
আমি জীবন্ত,,,,,
বেসেছি মৃত্যুর মত ভাল তোমাকে

পড়ে আছে স্মৃতিআগুন সে রাতের
আজ তুমি শূন্যতা প্রভাতের
আমি পুড়ন্ত (নিরন্ত)
চেয়েছি বাঁচতে তোমাকে জড়িয়ে

(অসমাপ্ত)

১০

স্রোতহীন নদীকে কেউ বলে না নদী
জীবন হয় কি জীবন আর
ভালোবাসা না থাকে যদি

(পেছনে ফিরেই তাকেবেনা তবে
জীবনের স্বরলিপি কী করে হবে)



১১

মন ছিল মনেরই ভিতরে
তোমায় পেয়ে এল বাইরে
এল বাইরে

মনে ছিল ঘোর
বিরহ নূপুর
তুমি এলে সব নাইরে

থাকো আরও ক্ষণ
সারাটা জীবন
চিরটা দিন পাশে চাইরে

২৬.০৭.২৩

১২

শর্ত যদি দাও আমাকে তুমি
শর্তের হিমালয় আমারও আছে
মূহুর্ত মূহুর্তের অনুপ্রাসে
ভালোবাসা ঋণী ভালোবাসারই কাছে।

যোগ বিয়োগের নিয়ম চলে না হৃদয়
কোন কথা না বলেই কত কথা হয়
মন শুধু বাঁধা থাকে মনেরই কাছে

মান অভিমানের হোক লেনদেন
স্মৃতিতে থেকেই যায় বনলতা সেন
প্রেম শুধু বাঁধা থাকে প্রেমেরই কাছে

২৬.০৭.২৩
//
ছিলাম তোমার তৃতীয়
তাতেও ছিল না আক্ষেপ
পেয়েছি তোমায় এই অমোঘেই
মুগ্ধ ছিল রক্ত ও জলীয়
তবু হলনা তোমার শেষ
চতুর্থ থেকে তুমি অযুতে গেলে অবশেষ


//
সত্য বলাটাই
মাঝে মাঝে নয় কি চালাকি
মিথ্যে ছাড়া সত্যের সাইকেল চলে কি

যা আজ প্রয়োজন অনিত্য
হোক তা সত্য কিংবা মিথ্যে
কেউ রাখছে খবর পুকুর চুরি হলে কি

//
১৩

আজি লাবণ্য অরণ্য বসন্ত দিনে
মনের ঘরে এসেছিলে
আজি ছুটন্ত দুরন্ত ফুটন্ত ক্ষণে
এলোপথের দোলা দিলে

আজ তাই নিয়ে গান গাই সারাটি প্রহর
স্মৃতিগ্রাম হয়ে যায় অচেনা শহর
আজি উড়ন্ত প্রশান্ত অশান্ত মনে
জলের সুতো ফেলে দিলে

আজ রাতঘুম বয়ে আনে বিকেলবাতাস
ব্যাঞ্চপার্ক হয়ে যায় চোখের সাতাশ
আজি জ্বলন্ত হসন্ত প্রাণান্ত বনে
স্বরধ্বনির খেলা হলে
(স্বরচিত ধ্বনি হলে)

০৬.০৮.২৩

১৪

বয়ে যায় দিন
ডোরাকাটাহীন
শরীর জুড়ে ভাঙে
বেপরোয়া ঋণ

বসে থাকি একা
শুধু একা একা
এভাবেই ঢুকে পড়ে
মনে আলপিন

নাগরিক ধূলা
পড়ে পরচুলা
সবাইকে করে রাখে
প্রতিবাদহীন

০৭/০৮/২৩

//


পাহাড়ের বুক থেকে
            বইছে তুমুল নদী
মহাকাল থেমে যেত
            তোমাকে পেতাম যদি
তুমিতো এখন আছো
              অন্য বুকের ওমে
একাকী বাঁচি আমি
               নির্ঘুম রাতঘুমে


ফিরে কি পাব আর
              সেই সে তোমায়
কেউ তো ফেরেনা আর
           না ফেরায় ভিড়ে যদি


ছিল না এমন কথা
                    কথা না রাখার
কেউতো রাখে না কথা
                    লালসায় ডুবে যদি


(ফিরে কি পাব আর
              সেই সে তোমায়
পুরনো আঙুল আজও
              খুঁজে পেতে চায়
কেউ তো ফেরেনা আর
           না ফেরায় ভিড়ে যদি


ছিল না এমন কথা
                    কথা না রাখার
এখন সময় শুধু
                           (নীরবতার)
                     (বিরহে) থাকার
কেউতো রাখে না কথা
                    লালসায় ডুবে যদি)

09.08.23


ট্রেন থেকে নেমে
দ্রুত পায়ে হেঁটে গেছি তোমার ঘরে
আজ তুমি আমি হারিয়ে গেছি
অতএব আর অতঃপরে

পৃথিবী ঘুরে ঘুরে আসবে নভেম্বরে
তোমার কাছে আমি আর আসব না
রাতজাগা চোখ নিয়ে ভাতরাধা সুখ নিয়ে
দরজাটা আর জানি খুলে দেবে না
তবুও তোমারই নামই বাজবে আমার
একাকী একার অন্তঃপুরে

ভোরবেলা এসে কেউ চাইবে না চকলেট
দুপুরে খেতে গিয়ে বলবে না ভরাপেট
দুজনের হাত ধরে আমাদের সন্তান
(কতটা উঁচু হল আমাকে ডিঙিয়ে)
জানবনা উঁচু হল কাকে কাকে ডিঙিয়ে
তবুও তোমাদের নিয়ে বেঁচে থাকব
কাঁদব না আর সত্ত্বাছিড়ে

১০.০৮.২৩

তোমার শুভ্রতা ঘিরে রাখুক আমার কবিতা আর গান
জীবনে আর সবে ভয়াল আর্তস্বর আর তিমির অপমান

তুমিই হও আমার গোপন ঘরের চাবি
তুমিই মৌনতা তুমিই মুখরতার একান্ত দাবি

তুমিই রাত জাগা জেগে ওঠার আশা
তুমিই কল্পনা তুমিই আল্পনার অনন্ত ভাষা

তুমিই হও আমার মাঝ নদীতে তারা
তুমিই সান্ত্বনা তুমিই নাপাওয়ার অক্লান্ত ধারা

১৩.০৮.২৩

একবার চলে গিয়ে
আবার যে ফিরে তাকালাম
চোখেতে রেখেছ কি মিউজিয়াম

পেছনে ছিল তানপুরাটা
গাইছিল শরীরের সারাটা
এর মাঝে আমি এসে দাঁড়ালাম

আমাদের মাঝে আছে কাটাতার
তবুওতো পাই যেন কতবার
সব ভুলে একসাথে হারালাম

//
দূরত্ব কিছু নয় বন্ধু
যদি চায়ের চুমুক মনে রয়
যদি (ক্রিকেট খেলার)
বাউন্স বলের স্মৃতি চাঙা হয়
দূরত্ব কিছু নয় বন্ধু
দূরত্ব তবে আর কিছু নয়

যদি

সিড়ি পেরিয়ে আসা মনে রয়
যদি টুকটাক ঝগড়া মনে রয়
যদি ঠান্ডা আইসক্রিম মনে রয়
যদি দু টাকারা সিংগারা মনে রয়

যদি ডাংগুলি চোরপুলিশ মনে রয়
যদি লুকিয়ে সিনেমা দেখা মনে রয়

যদি প্রথম প্রেমের নাম মনে রয়

যদি

//
না পাওয়ার কূলে কূলে
পাওয়া হয়ে তুমি এলে
যদিও মনে হয় দূরেই গেলে
তুমি চলেই গেলে

আকাশ কি কখনও হারায়
স্বপ্ন কি সীমানা ছাড়ায়
দহনের প্রতি ধাপে
আপন যেন আরও হলে

বেদনাতে এত সুখ ভালবাসার
মিলনে না জানি কত সুধা (রূপ) তার
স্মরণের প্রতি তাপে
অশ্রু বরফ গেল গলে

২৮.০৮.২৩

//

যেভাবে রোদ ওঠে
বিকেল বাড়ি যায়
সেভাবে মনবাঁশি তোমাতে হারায়
তুমি এই হৃদয়ের জন্য
এক সিন্ধু মহাঅরণ্য---(ছেলে)
আমি সব পেয়ে সব হারাই
তীর্থে তোমার এসে দাঁড়াই
হব বলে অনন্য---(মেয়ে)


যেভাবে হেঁটে চলা পাশাপাশি বৃষ্টিতে--(ছেলে)
যেভাবে গোপন কথা ছবি হয় দৃষ্টিতে--(মেয়ে)
ফিরে ফিরে আসি ফিরে
তোমারই জন্য--ছেলে


যেভাবে বরফ গলে নদীতে যায় মিশে--(মেয়ে)
যেভাবে তোমার হই না বলা কার্নিশে---(ছেলে)
সব পাখি গায় গান
দুজনের জন্য---(মেয়ে)

//